Ei Sundor Swarnali Sondhay Lyrics in Bengali From Album 'Hospital' Year 1960, Sung by Geeta Dutt.The song Lyrics is written by Gauriprasanna Mazumderand The song Music is Given by Amal Mukherjee.
About Ei Sundor Swarnali Sondhay Song;
Ei Sundor Swarnali Sondhay Lyrics
এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু (x2) কোন রক্তিমা পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু আমলকি পেয়ালের কুঞ্জে কিছু মৌমাছি এখনো যে গুঞ্জে (x2) বুঝি সেই সুরে আমারে ভরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝদি তার বাঁশিতে আমাদেরও মুখে কোন কথা নেই শুধু দুটি আঁখি পরে রাখে হাসিতে বাতাসের কথা সে তো কথা নয় রূপ কথা ঝরে তার বাঁশিতে আমাদেরও মুখে কোন কথা নেই শুধু দুটি আঁখি পরে রাখি হাসিতে কিছু পরে দূরে তারা জ্বলবে হয়তো তখন তুমি বলবে (x2) জানি মালা কেন গলে পরালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু কোন রক্তিমা পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একি বন্ধনে জড়ালে গো বন্ধু I
Post a Comment